গুগল এডসেন্স - গুগল এডসেন্স নিয়ে জানা ও অজানা কিছু প্রশ্ন ও সমাধান

 গুগল এডসেন্স - গুগল এডসেন্স নিয়ে জানা ও অজানা কিছু প্রশ্ন ও সমাধান 

গুগল এডসেন্স


গুগল এডসেন্স নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে । গুগল এডসেন্স নিয়ে অনেক সমস্যার মধ্যে পরি অনেক সময়। যাইহোক আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো গুগল এডসেন্স সম্পর্কে । এবং গুগল এডসেন্স নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান দেয়ার চেষ্টা করবো।


গুগল এডসেন্স নিয়ে প্রশ্ন ও সমাধান :- গুগল এডসেন্স


প্রশ্ন

• কয়টা পোস্ট লাগবে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য ?

• কতো ভিজিটর লাগবে গুগল অ্যাডসেন্স পেতে ?

• কতো ভিজিটরে কতো ডলার ($) দিয়ে থাকে গুগল এডসেন্স ?

• VPN কানেক্ট করে ক্লিক করলে অর্থ প্রধান করে গুগল এডসেন্স ?

• কতো ডলার হলে গুগল এডসেন্স অর্থ প্রধান করে থাকে ?

• অতিরিক্ত নিজের ব্লগ ভিজিট করলে বা নিজের অ্যাড ক্লিক করলে সমস্যা করবে গুগল এডসেন্স ?

• আমার দুইটা ওয়েব সাইট আমি কি দুইটি গুগল এডসেন্স ব্যাবহার করবো ?

• গুগল এডসেন্স কতো দিনের মধ্যে অর্থ ব্যাংকে ট্রান্সফার করে থাকে ?


প্রশ্ন ও সমাধান :-


• কয়টা পোস্ট লাগবে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য ?

★ গুগল এডসেন্স পেতে নির্দিষ্ট কোনো পোস্টের সংখ্যা উল্লেখ নেই । ২০ থেকে ২৫টি ইউনিক কনটেন্ট থাকলেই ১০০% গুগল এডসেন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ইউনিক কনটেন্ট লিখতে পারেন তাহলে ১৫ কনটেন্ট দিয়েও পেতে পারেন।


• কতো ভিজিটর লাগবে গুগল অ্যাডসেন্স পেতে ?

★ গুগল এডসেন্স পেতে ভিজিটর কোনো বিষয় না । গুগল এডসেন্স সম্পূর্ণ নির্ভর করে ইউনিক কনটেন্ট এর উপর । গুগল যদি মনে করে আপনার ওয়েব সাইটে ভালো মানের কনটেন্ট আছে এবং আপনি গুগল এডসেন্স পাওয়ার যোগ্য তাহলে মাসিক ৫০০ ভিজিটর দিয়েও গুগল এডসেন্স পাবেন।

 কিন্তু ওয়েব সাইটে ভিজিটর বেশি না আসলে গুগল এডসেন্স না নেওয়াই ভালো । কারণ ভিজিটর না আসলে আপনার আয় হবে না । তাই সর্ব প্রথম চেষ্টা করুন ওয়েব সাইটে ভিজিটর আনার । 


• কতো ভিজিটরে কতো ডলার ($) দিয়ে থাকে গুগল এডসেন্স ?

★ ভিজিটরের জন্য নির্দিষ্ট কোনো অর্থ প্রধান করে না গুগল এডসেন্স । গুগল এডসেন্স অ্যাড ক্লিকের উপর অর্থ প্রধান করে থাকে । তাও নির্দিষ্ট না । সেটা নির্ভর করে করে cpc (cost per click ) এর উপর। গুগল এডসেন্স নেঁয়ার পর ,যে বিজ্ঞাপন দেখাবে সেটার উপর কোনো ভিজিটর ক্লিক করলে আপনি কিছু অর্থ পাবেন।


• VPN কানেক্ট করে ক্লিক করলে অর্থ প্রধান করে গুগল এডসেন্স ?

★ একদমই না ! কারণ গুগল আমাদের মত বোকা না । VPN কানেক্ট করে অ্যাড ক্লিক করলে গুগল এডসেন্স ব্যান হাওয়ার সম্ভাবনা ৮৫% । কারণ গুগল আমাদের ১ মাসের লোকেশন ইতিহাস তাদের ডাটাবেজ এ সংরক্ষণ করে রাখে। যখনই আমরা VPN কানেক্ট করবো তারা আগের লোকেশন ইতিহাস দেখে ধরে ফেলবে । তাই VPN কানেক্ট করে অ্যাড ক্লিক করা থেকে বিরত থাকুন ।


• কতো ডলার হলে গুগল এডসেন্স অর্থ প্রধান করে থাকে ?

★ যদিও এই বিষয়টা আমরা সবাই জানি । তাও লিখলাম গুগল এডসেন্স ১০০$ হলে ব্যাংকের মাধ্যমে অর্থ প্রধান করে থাকে । 


• অতিরিক্ত নিজের ব্লগ ভিজিট করলে বা নিজের অ্যাড ক্লিক করলে সমস্যা করবে গুগল এডসেন্স ?

★ এই ভূল টা জীবনেও করবেন না । গুগল অ্যাডসেন্স পাওয়ার পর, আমাদের নিজের ব্লগ নিজেই ভিজিট করলে অ্যাড লিমিট করে দিবে । অর্থাৎ ১ মাসের জন্য আপনার অ্যাড বন্ধ করে দিবে গুগল এডসেন্স । এবং নিজের অ্যাড এ নিজেই ক্লিক করলে অর্থ প্রধান দূরের কথা আপনার গুগল এডসেন্স একাউন্ট ব্যান করে দিবে গুগল । 


• অতিরিক্ত অ্যাড পড়লে কোনো সমস্যা হবে গুগল এডসেন্স এ ?

★ অতিরিক্ত অ্যাড ক্লিক পড়া টা খুব একটা ভালো না । সব সময়ই সতর্ক থাকার চেষ্টা করবেন । এবং সব সময়ই মনে রাখবেন " অতি লোভে তাতি নষ্ট । বেশি টাকা ইনকাম করতে চাইলে কম ও পাবেন না । তাই যখন অতিরিক্ত অ্যাড ক্লিক পারবে তখন আপনার সমস্যার কথা গুগলকে জানান । 

• আমার দুইটি ওয়েব সাইট আমি কি দুইটি গুগল এডসেন্স ব্যাবহার করবো ?

★ গুগল সব সময়ই একজন ব্যাক্তির জন্য ১টি গুগল এডসেন্স ব্যবহারের অনুমতি দেয় । এক্ষেত্রে আপনি একটা গুগল এডসেন্স থেকেই একাধিক সাইট অ্যাড করতে পারবেন এবং ব্যাবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। 


• গুগল এডসেন্স কতো দিনের মধ্যে অর্থ ব্যাংকে ট্রান্সফার করে থাকে ?

★ সাধারণত ১ তারিখে পেমেন্ট রিকোয়েস্ট দিলে ২২ থেকে ২৪ তারিখের মধ্যে ব্যাংকে ট্রান্সফার করে থাকে গুগল যদি সমস্যা না থাকে । এবং ব্যাংকে আসতে ৫ দিন সময় লাগে ।



আপনি আরো পড়তে পারেন : ⬇️⬇️⬇️⬇️⬇️

গুগল এডসেন্স না পাওয়ার কারন । কেনো গুগল এডসেন্স পাই না ??

Post a Comment (0)
Previous Post Next Post