কিভাবে ?m=1 রিমুভ করবো ? ( How to remove " ?m=1 " from blogger ) | ?m=1

 কিভাবে ?m=1 রিমুভ করবো ? ( How to remove " ?m=1 " from blogger ) | ?m=1


আমরা সবাই জানি যে "সরলতা হ'ল সৌন্দর্য"।  সুতরাং, এই পোস্টে, আমি আপনাকে ব্লগার ইউআরএল থেকে " ?m=1 , ?m=0 " সরিয়ে কীভাবে একটি সহজ পেশাদার ইউআরএল তৈরি করতে গাইড করবো।  আপনি যদি মোবাইল ফোনে কোনও ব্লগার ব্লগ পরিদর্শন করেন তবে আপনি যদি মনোযোগ দিন, তবে পৃষ্ঠার ঠিকানায় (ইউআরএল) আপনাকে,? মি = 1 দেখানো হবে।  সাধারণত এটি একটি মোবাইল ভিউ প্যারামিটার।

Remove ?m=1


এই জিনিসটা সত্যি একটা বিরক্তকর। আপনি যদি স্মার্ট একজন ব্লগার হতে চান তাহলে এই সহজ বিষয় গুলোকেই বেশি গুরুত্ব দিতে হবে । 


?m=1 রিমুভ করার জন্য অনেক পোস্ট দেখলাম অনেক ব্লগে । কিন্তু সব গুলোই অনেক জটিলভাবে সমাধান করা হয়েছে। মানে , থিমের মধ্যে কোড দেয়া লাগে , কাস্টম সিএসএস অ্যাড করা লাগে যা অনেক বিরক্তকর। 

আমি আজকে খুব সহজ ভাবেই এটার সমাধান দেয়ার চেষ্টা করবো।


কেনো ?m=1 রিমুভ করবো ?


সেও করতে হলে ইউআরএল কে বেশি গুরুত্ব দিতে হবে । আপনি যত ভালো ইউআরএল তৈরি করতে পারবেন ঠিক ততই বেশি ভিজিটর আপনার ওয়েব সাইটে ভিজিট করবে । কারণ পোস্ট সম্পর্কে ভালো ধারণা দিতে ইউআরএল অনেক সাহায্য করে। 


আসুন জেনে নেই কিভাবে খুব সহজেই " ?m=1, ?m=0 " সরিয়ে ফেলবো যেকোনো ব্লগ থেকে ।


স্টেপ ১: আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ডে যান এবং " layout " এ ক্লিক করুন । 


স্টেপ ২: সাইড বারের " add a gadget " এ ক্লিক করুন


স্টেপ ৩: তারপর " HTML & java script " এ ক্লিক করুন


স্টেপ ৪: টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই । নিচের বক্সে কোড গুলো paste করে সেভ থিম করুন।


<script>/*<![CDATA[*/ var uri = window.location.toString(); if (uri.indexOf("%3D","%3D") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D")); window.history.replaceState({}, document.title, clean_uri);} var uri = window.location.toString(); if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D")); window.history.replaceState({}, document.title, clean_uri);} var uri = window.location.toString(); if (uri.indexOf("&m=1","&m=1") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1")); window.history.replaceState({}, document.title, clean_uri); } var uri = window.location.toString(); if (uri.indexOf("?m=1","?m=1") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));window.history.replaceState({}, document.title, clean_uri);}; var protocol=window.location.protocol.replace(/\:/g,''); if(protocol=='http'){ var url=window.location.href.replace('http','https'); window.location.replace(url);} /*]]>*/</script>


• সকল ব্লগিং টিপস আর্টিকেল দেখতে এখানে ক্লিক করুন


Remove ?m=1

Post a Comment (0)
Previous Post Next Post