ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়

 ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়


নতুন ব্লগারদের " ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় " সম্পর্কে জানতে চাওয়াটাই স্বাভাবিক। নতুন ব্লগ তৈরি করার পর ভিজিটর একটু কমই থাকে । এটা সবার সাথেই ঘটে থাকে। ব্লগে ভিজিটর বাড়ানোর অনেক উপায় রয়েছে। আমরা যদি সঠিকভাবে সেই নিয়মগুলো অনুসরণ করি তাহলে খুব সহজেই ভিজিটর পেতে পারি। 

ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়


সঠিকভাবে কীওয়ার্ড রিসার্চ করা :

ব্লগের জন্য কীওয়ার্ড রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ । শুধু ব্লগে পোস্ট প্রকাশ করলেই ভিজিটর আসবে না । একটা পোস্ট প্রকাশের সর্বপ্রথম কাজই হচ্ছে কীওয়ার্ড রিসার্চ । কীওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যায় । আর সেই গুরুত্বপূর্ন তথ্য পাওয়ার জন্যই আমাদের করতে হবে কীওয়ার্ড রিসার্চ । ব্লগিং করার জন্য আমাদের অনেক বেশি স্মার্ট হতে হবে । সবার চাইতে একটু আলাদা হতে হবে । এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করতে হবে । 

আর সকল কাজের জন্য কীওয়ার্ড রিসার্চ অপরিহার্য । কীওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে, কীওয়ার্ডের সার্চ ভলিউম খুব সহজেই জানা যায়। সাথে হাই কম্পিটিশন ( high competition ) নাকি লো কম্পিটিশন ( low competition ) সেটা সম্পর্কেও ধারণা পাওয়া যায় ।


সঠিক কীওয়ার্ড বাছাই :

ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য অবশ্যই সঠিক কীওয়ার্ড বাছাই করতে হবে । কীওয়ার্ড রিসার্চ করার পরের ধাপ -ই হচ্ছে কীওয়ার্ড বাছাই । ব্লগিং করার অনেক গুলো ধরন/ক্যাটাগরি আছে । কিন্তু আপনাকে সেই কীওয়ার্ড গুলো বাছাই করতে হবে , যেগুলো মানুষ দৈনন্দিন অনুসন্ধান করে থাকে, বেশি পড়ে থাকে , সার্চ ভলিউম অনেক বেশি সেই কীওয়ার্ড গুলো বাছাই করতে হবে । তাহলেই খুব দ্রুতই বেশি ভিজিটর পাওয়া যাবে । যেমন : আপনি শিক্ষা, সাস্থ্য টিপস , অ্যান্ড্রয়েড টিপস , গেজেট রিভিউ সহ আরো ভালো কিছু কীওয়ার্ড বাছাই করতে পারেন। যেগুলো মানুষ দৈনন্দিন পড়ে থাকে বা জানতে চায়। 


নিয়মিত পোস্ট প্রকাশ :

ব্লগে খুব দ্রুত ভিজিটর বাড়ানোর অন্যতম সেরা উপায় হচ্ছে নিয়মিত পোস্ট প্রকাশ । আপনি যদি প্রতিদিন ভালো মানের পোস্ট প্রকাশ করতে পারেন তাহলে সহজেই ভিজিটর বাড়াতে পারবেন । নিয়মিত ব্লগে পোস্ট প্রকাশ করলে , ব্লগের পোস্ট গুলো খুব দ্রুত ইনডেক্স হয়। এবং খুব দ্রুতই গুগলে প্রথমে রাঙ্ক করে । যার ফলে , অর্গানিক ট্রাফিক কিছু দিনের মধ্যেই বাড়ে।


পোস্ট প্রকাশ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে :


• সঠিক শিরোনাম ব্যাবহার : শিরোনামে এমন কিছু লিখুন যাতে , সেই শিরোনাম দেখে সহজেই যেনো পোস্ট সম্পর্কে ধারণা পায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পোষ্টের মূল কথাগুলো যেনো শিরোনাম দ্বারা বুঝা যায় । 


কীওয়ার্ড ঘনত্ব : পোস্ট প্রকাশের সময় কীওয়ার্ড ঘনত্বের থিকে বেশি খেয়াল রাখুন । যেই কীওয়ার্ড টা টার্গেটেড কীওয়ার্ড হিসেবে নিবেন , সেই কীওয়ার্ড টা পুরো পোষ্টের মধ্যে ৬% বা ১৫ বার রিপিট ( repeat ) করুন । 


• কনটেন্ট লেন্থ : বর্তমানে ব্লগিং নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে । অনেকেই ব্লগিং পেশা হিসেবে বেছে নিয়েছে। এবং সবাই , সবার চাইতে বেশি ভালো করতে চায়। তাই যারা প্রফেশনাল ব্লগার তারা সবসময় তথ্যবহুল পোস্ট প্রকাশ করে থাকে । গুগলও তথ্যবহুল এবং বড় পোস্টকে অনেকবেশী গুরুত্ব দিয়ে থাকে । তাই সবসময় চেষ্টা করুন কমপক্ষে ৮০০ ওয়ার্ডের বেশি ওয়ার্ড দিয়ে পোস্ট করার । আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন , তবে খারাপ কিছু না লেখাই ভালো ।


হেডিং ব্যাবহার ( h1, h2, h3 ... ) : পোষ্টের মধ্যে হেডিং ও অনেক গুরুত্বপূর্ন । ব্লগে বেশি ভিজিটর পেতে কমপক্ষে ৩ টা হেডিং ব্যাবহার করুন ।


ইমেইজ অ্যাল্ট ( Image Alt ) : আমরা যদি গুগলে কোনো photos অনুসন্ধান করি তাহলে অনেকগুলো রেজাল্ট আমরা দেখতে পাই । আমরা কি কখনো প্রশ্ন করেছি ? ইমেজ গুলো কার ? নিশ্চই আমাদের মত মানুষের ব্লগের ইমেজ । আপনি যদি সঠিভাবে alt Tag ব্যাবহার করতে পারেন , তাহলে আপনার ফটোগুলো প্রথমেই দেখাবে এবং আপনি অনেক ভিজিটর পেয়ে যাবেন ।


permalink : পোষ্টের লিংকটাও অনেক গুরুত্বপূর্ন । শিরোনামের মতোই , পোষ্টের লিঙ্ক হওয়া উচিত । পোষ্টের লিঙ্ক দ্বারা যেনো পুরো পোষ্টের ধারণা পাওয়া যায়। 


মেটা ডেসক্রিপশন : গুগলে রেজাল্ট দেখানোর সময় যে ১৫০ ওয়ার্ড দেখানো হয়, সেটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। পোষ্টের মূল কথাগুলো এবং টার্গেটেড কীওয়ার্ড গুলো মেটা ডেসক্রিপশনের মধ্যে রাখা উচিত। 


ভিজিটর বৃদ্ধি করতে ও ব্যাকলিঙ্ক তৈরি করতে ব্যাবহার করুন :( সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন )

Quora


• Quora : একটি পাবলিক ফোরাম (forum ) যেটা সবার জন্য উন্মুক্ত । ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে Quora । Quora এমন একটি প্ল্যাটফর্ম , যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যজনের প্রশ্নের উত্তর দিতে পারবেন । 

আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য যে কাজগুলো করতে হবে তা হচ্ছে অন্যজনের প্রশ্নের উত্তর দেওয়া । আপনার ব্লগে যে পোস্টগুলো আছে , সেই Related প্রশ্নের উত্তর একটু লিখবেন তার পরে আপনার পোষ্টের লিঙ্ক দিয়ে দিবেন বিস্তারিত পড়ার জন্য । এভাবে প্রতি প্রশ্নের উত্তরের জন্য হাজার হাজার ভিজিটর খুব সহজেই আপনার ব্লগে আনতে পারবেন ।


শুধু তাই নয়, ভিজিটর বাড়ানোর পাশাপাশি আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কও তৈরি করতে পারবেন ফ্রীতেই। ব্যাকলিঙ্ক ওয়েবসাইটকে ভালো পজিশনে রাঙ্কিং করাতে অনেক সাহায্য করে ।


ভিজিটর বৃদ্ধি করতে + আরো ব্যাবহার করুন : ( Social Plugins )

• ফেসবুক

• ইনস্টাগ্রাম

• ইউটিউব


• বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। প্রায় মানুষই এখন ফেইসবুকে অনেক সময় ব্যায় করে থাকে । আপনার ব্লগের সাথে মিল রেখে একটা পেজ তৈরি করতে পারেন । সেই পেজের মধ্যে আপনার পোস্ট গুলো ভাগ করে পারেন । ব্লগে ট্রাফিক বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফেসবুক। প্রতিদিন আপনার ব্লগের পোস্টগুলো ফেইসবুকে শেয়ার করার মাধ্যমে অনেক ভিজিটর পাবেন ।


• ফেসবুকের পাশাপাশি মানুষ এখন ইনস্টাগ্রাম ও ব্যাবহার করে থেকে । ফেসবুকের মালিকানায় পরিচালিত ইনস্টাগ্রাম ও এখন বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম। ফেসবুকের মতো একইভাবে আপনি ইনস্টাগ্রাম ও ব্যাবহার করতে পারেন , এতে প্রতিদিন ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে ।


ইউটিউব : ইউটিউবের কথা আপনাকে কি আর বলবো ! এমন কোনো মানুষ নেই যারা ইউটিউব সম্পর্কে জানে না । ছোট বড় সকল সমস্যার সমাধানের জন্য অধিক মানুষ ইউটিউব এ ভিডিও দেখে । 

আপনি আপনার ব্লগে যে বিষয়ে পোস্ট করবেন সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে , ইউটিউবে প্রকাশ করতে পারেন।আপনি যে বিষয়ে ব্লগে বিস্তারিত লিখবেন সেই বিষয়ে সংক্ষিপ্তাকারে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করবেন এবং বিস্তারিত পড়ার জন্য ইউটিউব ডেসক্রিপশন বক্সে সেই পোষ্টের লিঙ্ক শেয়ার করবেন । এতে অনেক ভিজিটর খুব সহজেই আপনার ব্লগে আনতে পারবেন ।


শেষ কথা : নতুন নতুন ব্লগ তৈরি করলে এমনিতেই ভিজিটর একটু কম থাকে । সবার সাথেই এমন হয়ে থাকে । হতাশার কোনো কারণ নেই , আপনি যেভাবে পারেন প্রতিনিয়ত পোস্ট প্রকাশ করতে থাকেন । সফলতা আসবেই , একদিন আগে নয়তো একদিন পরে । ব্লগিংয়ে জনপ্রিয় বা সফলতা অর্জন করতে কমপক্ষে ১বছর সময়ের প্রয়োজন । হুট করেই ব্লগিংয়ে জনপ্রিয় হওয়া যায় না । 

Post a Comment (0)
Previous Post Next Post